আমি ঘুরতে পছন্দ করি, রান্না করতে পছন্দ করি, ধর্মীয় গোঁড়ামি এড়িয়ে বাকি সব দিক গুলো মেনে চলার চেষ্টা করা হয় ।পজিটিভ ভাবে ভাবতে পছন্দ করি। এছাড়াও রান্না করা তার সাথে বাগান করতেও ভালো লাগে।
বিয়ের পর ই ওমরাহ করতে যাওয়ার ইচ্ছা আছে, বিয়ে সুন্নতি তরিকায় হবে, মোহরানা নগদ পরিশোধ করতে হবে।
পাত্র ঢাকায় স্থানীয় বাসিন্দা হলে ভালো হয়, নাহলেও অসুবিধা নাই, উত্তরবংগর হলে ভালো। এছাড়া অন্যান্য জেলার সব কিছু ঠিক থাকে তাহলে বিবেচনা করা যাবে।